পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুরে সরকারি এবং বেসরকারিভাবে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় করা হবে : ডাঃ জে আর ওয়াদুদ টিপু


চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৯ সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বড় ভাই, বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউদ্দিন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস।
উদ্বোধন পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও বর্তমান পর্ষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পুরাণবাজার ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, চাঁদপুর আল-আািমন একাডেমির অধ্যক্ষ কর্নেল (অবঃ) শাহাদাত হোসেন, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তফাদার, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্যরা।
সমাপনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ, বিদ্যালয়ের দাতা সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম গাজী (সাবেক পৌর কাউন্সিলর), মতলব দক্ষিণের হযরত শাহজালাল উচ্চ বিদালয়ের সহকারী শিক্ষক মোঃ সুমন মিজি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সজল কান্তি পোদ্দার, জাকির হোসেন খান সিপন, বাদল খান, মানিক লাল ঘোষসহ অভিভাবক, শিক্ষকম-লী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। গত দু’বছর কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। শুধু তাই নয়, দেশে শিক্ষক নিয়োগ হচ্ছে অত্যন্ত স্বচ্ছভাবে। বর্তমান সরকার নীতিমালা তৈরি করছে যে, এখন থেকে দশতলা ভবনে স্কুল করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রত্যেকটি স্কুলের ভবন হবে ১০তলা ফাউন্ডেশন বিশিষ্ট।
তিনি আরও বলেন, ডাঃ দীপু মনি আপনাদের সাংসদ হয়ে আজ তিনি বাংলাাদেশের শিক্ষামন্ত্রী। বিগত দশ বছরে ডাঃ দীপু মনি তাঁর নির্বাচনী এলাকায় প্রায় ৩৪৬টি স্কুলে ভবন ও ৪টি কলেজের ৬তলা ভবন করেছেন। এছাড়া ফিশারী ইনস্টিটিউট, মেরিন একাডেমি এবং চাঁদপুরবাসীর বিরাট দাবি ছিল মেডিকেল কলেজ, সেটিও হয়েছে। চাঁদপুরবাসীকে আরও সু-খবর দিতে চাই, সেটা হলো কিছুদিনের মধ্যে চাঁদপুরে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হচ্ছে। যার একটি সরকারি অর্থায়নে হবে এবং সেটির অনুমোদন হয়ে গেছে। আর অপরটি হবে বেসরকারিভাবে। এছাড়াও কিছুদিনের মধ্যে চাঁদপুরে ২৫ একর জায়গার মধ্যে একটি নান্দনিক শিশু পার্ক তৈরি করা হবে।
ডাঃ টিপু ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, পড়ালেখার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে হবে। আর শরীর ও মন সুস্থ রাখতে হলেই খেলাধুলা করতে হবে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন, দশম শ্রেণির শিক্ষার্থী পাপন ত্রিপুরা ও তাছনুর আকতার। ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম সরওয়ার ফেরদৌস, সহকারী শিক্ষক গোপাল ঘোষ, বিশ^জিৎ চন্দ, শাহীন সুলতানা, মোঃ ওয়াহিদুর রহমান লাবু, সিক্তা সাহা, দুলাল রায়, নাজনীন নবী, তাপসি চক্রবর্তী, গীতা মজুমদার, রেজাউল করিম, দিলীপ কুমার দেবনাথ, অমল নন্দী, রতন পালসহ অন্যান্য সকল শিক্ষক।